Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ জন করোনা আক্রান্তসহ ভারত থেকে ফিরল ৬৮৯ বাংলাদেশি

লোকাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২১ ২২:০২

বেনাপোল: ভারতের নতুন ধরনের করোনা কোনোভাবে যেন বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য স্থলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ১৪ দিন বন্ধ ঘোষণা করলেও আটকে পড়া যাত্রীরা দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন।

ফেরত আসাদের বেনাপোলের সাতটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনা আক্রান্ত ছিলেন। তারা ভারতে গিয়ে করোনা পজিটিভ হন। তবে নতুন করে এ পথে কোনো পাসপোর্টধারী যাত্রী ভারত ও বাংলাদেশে ঢোকেনি।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞার পর থেকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল পর্যন্ত সময়ে ভারতে আটকে পড়া ৬৮৯ জন বাংলাদেশি বেনাপোল স্থলপথে দিয়ে দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন ১০৯ যাত্রী। তবে তিনদিনে আগত বাংলাদেশিদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন।

এদিকে চিকিৎসা শেষে হাতে খরচের টাকা না থাকায় ভারতফেরত বাংলাদেশিরা নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে অসহায় দিন পার করছেন বলে জানা গেছে। তবে সরকারি নির্দেশনা মানতে তাদের বাধ্য হয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে থাকতে হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আবু তাহের বলেন, ‘ভারতফেরত বাংলাদেশিরা বেনাপোল বন্দর এলাকার সাতটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে আছেন। সেখানে সব খরচ যাত্রীদের বহন করতে হবে। এছাড়া ফেরত আসা ছয়জন বাংলাদেশি করোনা পজিটিভ যাত্রীকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘বাংলাদেশি উপ-হাইকমিশনারের ছাড়পত্র থাকায় তিনদিনে আটকে পড়া ৬৮৯ জন ভারত থেকে দেশে ফিরেছেন। ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন ১০৯ জন। তবে নিষেধাজ্ঞার পর থেকে বাংলাদেশি কোনো পাসপোর্টধারী যাত্রী নতুন করে ভারতে যায়নি এবং ভারত থেকেও ভারতীয় নাগরিক বাংলাদেশে আসেনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

করোনা আক্রান্ত বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর