Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশিমপুর কারাগারের কারারক্ষী ইয়াবাসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১২:৪৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৩:১৯

গাজীপুর: জেলার কাশিমপুর কারাগারের এক কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ওই কারাগারের মূল প্রবেশ গেটের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত কারারক্ষীর নাম পিন্টু মিয়া (৩০)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার পূর্ব টেকয়ানী এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আবু সিদ্দিক জানান, কারারক্ষী পিন্টু মিয়া বাহির থেকে কারাগারের ভেতরে প্রবেশের সময় চেক পোস্টের কারারক্ষী আতিকুর রহমানের সন্দেহ হলে তাকে তল্লাশি করেন। এ সময় পিন্টু মিয়ার প্যান্টের ডান পাশের পকেটে রাখা ৩২৮ পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিন্টু মিয়াকে কারা হেফাজতে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ গিয়ে ইয়াবাগুলো জব্দ করে আটক পিন্টু মিয়াকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার কাশিমপুর কারাগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর