বিমানের সিটের নিচে মিলল ২৮ সোনার বার
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১৭:০৫
৩০ এপ্রিল ২০২১ ১৭:০৫
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ২৮টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে শুল্ক গোয়েন্দার একাধিক সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দুইটায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা ফ্লাইটে (বিজি-৫০৪৬) তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব উপায়ে ২৮ টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৩.২৫ কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা।
এদিকে, জব্দকৃত সোনার বারের ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটি ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে বলে জানা গেছে।
সারাবাংলা/এসজে/একেএম