Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্রাইয়ে মাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ২০:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২০:০১

নওগাঁ: আত্রাই উপজেলায় পারিবারিক কলহের জেরে মা জাহিদাকে (৬০) শীলপাটা দিয়ে আঘাত করে হত্যার পর কবর দেওয়ার সময় ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার দিঘা গ্রামের মৈত্রীপাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

আটকরা হলেন, জাহিদার ছেলে জাহিদুল ইসলাম (৪৩) ও জাহিদুলের স্ত্রী রহিমা খাতুন (৩৫)।

নিহত জাহিদা দিঘা গ্রামের মৃত হারান প্রামানিকের স্ত্রী।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার ভোরে পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় মা জাহিদাকে শীলপাটা দিয়ে মাথায় আঘাত করেন ছেলে জাহিদুল ইসলাম ও জাহিদুলের স্ত্রী রহিমা খাতুন। এতে তিনি ঘটনাস্থালেই মারা যান। এরপর কাউকে না জানিয়ে মা জাহিদা স্বাভাবিকভাবে মারা গেছেন বলে প্রচার করেন ছেলে জাহিদুল ইসলাম। এসময় নিজ আত্নীয় ছাড়া স্থানীয়দের মরদেহ দেখতে দেননি তিনি। পরে প্রতিবেশিরা জোর করে জাহিদার মরদেহ দেখে মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে জাহিদার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের ছেলে জাহিদুল ইসলাম ও জাহিদুলের স্ত্রী রহিমা খাতুন শীলপাটা দিয়ে আঘাত করার কথা স্বীকার করেন। এ ঘটনায় মামলা করা হবে।

সারাবাংলা/এসএসএ

নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর