জয়পুরহাটে অটোরিকশা ছিনতাই চক্রের ৫ সদস্য আটক
৩০ এপ্রিল ২০২১ ২২:৩৩
জয়পুরহাট: জেলায় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার তাজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন (১৯), একই গ্রামের মন্টু রহমানের ছেলে বাঁধন (১৭), বড় তাজপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে নুরনবী (১৬), পুরানাপৈল খুলু পাড়া গ্রামের সুজন সিংয়ের ছেলে প্রশান্ত সিং (১৬), বিশ্বাস পাড়া গ্রামের মাসুম হোসেনের ছেলে শাহীন হোসেন (১৫)।
ওসি আলমগীর জাহান বলেন, ‘আটকরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে চালককে হত্যা কিংবা জখম করে অটোরিকশা ছিনতাই করতো। সদর উপজেলার তাজপুর গ্রামে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ছিনতাইকারীরা অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি ব্যটারিচালিত অটো রিকশাসহ তাদের আটক করা হয়।’
সারাবাংলা/এমও