চট্টগ্রামে ১৩ মাসে করোনায় আক্রান্ত ছাড়াল অর্ধ লাখ
১ মে ২০২১ ১৮:৫২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ১৩ মাসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়ে গেছে। এ হিসেবে চট্টগ্রামে প্রতিমাসে প্রায় চার হাজার মানুষের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
শনিবার (১ মে) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। এ হিসেবে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫০ হাজার ৯০ জন।
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি করা প্রতিবেদনে এ তথ্য এসেছে।
চট্টগ্রামে সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রামের মোট ১০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৫ জনের কোভিড পজেটিভ এসেছে। এর মধ্যে ১৩০ জন নগরীর এবং ৫৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪০ হাজার ১৫ জন নগরীর এবং নয় হাজার ৯৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও চার জন। তাদের সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪ জনে। এর মধ্যে ৩৮৯ জন নগরীর এবং ১৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। ৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়।
সারাবাংলা/আরডি/এমও