হিলি: দিনাজপুরের নবাবগঞ্জে খেলা করতে গিয়ে মাটির দেওয়াল চাপায় শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও ফাইজার ইসলাম আকাশ (৬) নামে দুই শিশু নিহত হয়েছে।
রোববার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাগবিন্দুপুর কুটিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারিয়ার রহমান সিয়াম কুটিপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং ফাইজার ইসলাম আকাশ একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে। সর্ম্পকে তারা দুজন আপন চাচাতো ভাই।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, সকালে নিজ বাড়ির আঙ্গিনায় পুরাতন মাটির দেওয়ালের পাশে খেলা করছিল ওই দুই শিশু। হঠাৎ করে দেওয়ালটি ভেঙে তাদের উপর পড়ে, এসময় দেওয়ালের চাপা লেগে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তাদের লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।