Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ পেরিয়ে ১৬ মে পর্যন্ত লকডাউন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২১ ১৪:০৮ | আপডেট: ৩ মে ২০২১ ১৭:০০

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ কমে না আসায় চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। এতে ঈদের পুরোটা ছুটিও চলে যাবে বিধিনিষেধের মধ্যেই। চলবে না দূরপাল্লার যানবাহনও।

সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আগামী ৬ মে থেকে জেলার অভ্যান্তরীণ রুটে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১৪ এপ্রিল থেকে একই বিধিনিষেধ অব্যাহত রাখা হয়। যা পরবর্তীতে ২১ এপ্রিল এবং এর পর ২৮ এপ্রিল সেখান থেকে ৫ মে। এবার ৬ মে থেকে আরো দশ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হচ্ছে। যদিও এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট- শপিং মল চালু রাখার অনুমতি দিয়েছে সরকার।

সারাবাংলা/জেআর/এএম

লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর