আরমানিটোলায় আগুন: জামিন মেলেনি মোস্তাফিজুরের
৩ মে ২০২১ ১৫:২৮
ঢাকা: রাজধানীর আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ মে) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন।
এর আগে, গত ২৭ এপ্রিল মোস্তাফিজুর রহমান এবং মো. মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১ মে তাদের কারাগারে পাঠানো হয়। ওইদিন মোস্তাফিজুর রহমানের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আবেদন মতে আদালত জামিন শুনানির জন্য আজ (সোমবার) তারিখ ধার্য করেন।
এদিন মোস্তাফিজুর রহমানের পক্ষে তার আইনজীবী প্রদীপ রঞ্জন জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ এপ্রিল ভোরে তাদের ঢাকা ও বগুড়া থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেহরির কিছু সময় আগে আরমানিটোলার ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভবনের নিচতলার একাধিক গোডাউনে রাখা রাসায়নিক কেমিক্যাল পুড়ে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পাচঁজনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এআই/এসএসএ