জাল টাকা উদ্ধারে দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জন রিমান্ডে
৩ মে ২০২১ ১৭:৩৭
ঢাকা: কামরাঙ্গীরচরে জাল টাকা বানানোর মিনি কারখানায় অভিযানের সময় গ্রেফতার দুই ইঞ্জিনিয়ারসহ তিন জনের ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ মে) মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
এসময় আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ইমাম হোসেন, পিয়াসউদ্দিন ও জীবন ব্যাপারী। এদের মধ্যে ইমাম হোসেন বরিশাল পলিটেকনিক থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। অপর আসামি পিয়াস বরিশাল সরকারি পলিটেকনিক কলেজ থেকে পাওয়ারের ওপর ডিপ্লোমা করেন বলে জানা গেছে।
গত ২ মে দুপুরে তাদের রাজধানীর কামরাঙ্গীরচর থেকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কারখানার খাটের তলায়, জাজিমের নিচ থেকে ৪৬ লাখ টাকার জাল টাকা ও টাকা তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ জাল টাকা উদ্ধারের অভিযোগ মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/এমও