Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালের আগুন সন্ধ্যাতেও জ্বলছে সুন্দরবনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২১ ১৯:৫১

বাগেরহাট: তিন মাসের ব্যবধানে ফের বড় ধরনের আগুন লেগেছে সুন্দরবনের পূর্ব অংশের শরণখোলা রেঞ্জে। সকালে আগুন লাগার পর প্রায় তিন একর এলাকার বনভূমিতে ছড়িয়ে পড়ে সে আগুন। ফায়ার সার্ভিস ও স্থানীয় ভিটিআরসি টিম কাজ চালিয়ে গেলেও সন্ধ্যাতেও সে আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (৩ মে) সকালে ১১টার দিকে শরণখোলা রেঞ্জের দাশের ভারনী টহল ফাঁড়ির কাছে ২ নম্বর কম্পার্টমেন্টের বনে আগুনের সূত্রপাত। এরপর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে, আগুন জ্বলছেই।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস বাগেরহাট স্টেশনের তথ্য বলছে, সকাল ১১টার দিকে তারা সুন্দরবনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গেই শরণখোলা স্টেশনের একটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্য ও স্থানীয়রাও প্রায় ৩ একর বনে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রনে কাজ করছে বলে জানিয়েছে বন বিভাগ।

আগুন লাগার খবর পেয়ে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ও শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীনও ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন যেন বনে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ফায়ার লাইন কেটে তাতে পানি ভরে দেওয়া হচ্ছে।

সুন্দরবনে আগুন লাগার ঘটনা নতুন নয়। বন বিভাগের তথ্য বলছে, গত ১৫ বছরে মোট ২৮ বার বনের বিভিন্ন অংশে আগুন লেগেছে। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ একর বনভূমি। এর মধ্যে ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের অধীন আবদুল্লাহর ছিলায় আগুন লেগেছিল। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

সবশেষ গত ৮ ফ্রেরুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির কাছে ২৭ নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লাগে। তিন মাস আগের ওই আগুনেও প্রায় পাঁচ শতক বনের গাছপালা ও লতাগুল্ম পুড়ে যায়।

সারাবাংলা/টিআর

আগুন পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জ সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর