Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় টেম্পোর ৩ যাত্রী নিহত


২৫ মার্চ ২০১৮ ২০:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার হাড়িখালিতে ট্রাকের ধাক্কায় টেম্পোর তিনযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও চারজন।

রোববার (২৫ মার্চ) বিকেলে নাভারণ- সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের টেম্পো চালক আব্দুল ওহাবের ছেলে নজরুল ইসলাম (৩৫), নাভারণের আব্দুল হোসেনের ছেলে আলম (৩৪) ও বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের লিটনের স্ত্রী রোকসানা বেগম (২৫)। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, উপজেলার হাড়িখালি মোড়ে যাত্রীবাহী একটি টেম্পোকে বাগআঁচড়াগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে টেম্পোতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা বুরুজবাগান,স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় টেম্পোর চালক নজরুল ইসলাম (৩৫), আলম (৩৪) ও রোকসানা (২৫) মারা যায়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ্রা রাণী দেবনাথ জানান, আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর