Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ যাওয়ার জন্য করোনা টেস্ট করতে ঢাকায় এসে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২১ ১৪:১২

ঢাকা: রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভার থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় সুভাস চন্দ্র সূত্রধর (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) ভোর পাঁচটার দিকে খিলক্ষেত বাজার সংলগ্ন পুর্কাচলগামী ৩০০ ফিট ফ্লাইওভারের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান জানান, লাশের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

বিজ্ঞাপন

নিহতের বেয়াই রিপন কুমার সুত্রধর জানান, সুভাষের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে। পাঁচ বছর দুবাইয়ে থেকে বিয়ের জন্য ছয় মাস আগে বাংলাদেশে আসেন সুভাস। গত নভেম্বরে তাদের বিয়ে হয়। গতকাল রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন কাগজপত্র ঠিক ও করোনা টেস্ট করার জন্য। গত রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। রাতে পরিবারের সাথে একবার কথা হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পুলিশের মাধ্যমে ফোন পেয়ে ঢাকা মেডিকেলে সুভাসের মৃতদেহ দেখতে পাই।

রিপন জানান, সুভাসের সঙ্গে কারো শত্রুতা নেই। তার সঙ্গে মোবাইল ও ব্যাগ ছিল। সেগুলো পাওয়া যায়নি। হয়তো ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করতে পারে।

 

সারাবাংলা/এসএসআর/এএম

করোনা টেস্ট ঢাকা যুবক নিহত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর