Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনের বেলায় বন্ধ থাকবে ফেরি চলাচল

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ১০:৪৮ | আপডেট: ৮ মে ২০২১ ১২:৪৪

ঢাকা: সারাদেশে করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া ও মাওয়া ফেরি ঘাটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটএ।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিএ থেকে এ তথ্য জানানো হয়। গতদিন সকাল থেকেই দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে সাপ্তাহিক ছুটি দিনে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ অনেকটা বেড়ে যায়।

বিজ্ঞাপন

ঘাট কর্তৃপক্ষ জানান, ঈদ সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঘরে ফিরছে মানুষ। ভোর থেকে এ নৌরুটে মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে। সকাল সাড়ে ৮টার দিকে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ আরও বেড়ে যায়।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি রয়েছে। যানবাহন ও যাত্রীর চাপ থাকায় ৬টি ছোট ফেরির পাশাপাশি ৪টি বড় ফেরি পারাপারে নিয়োজিত রাখে ঘাট কর্তৃপক্ষ।

সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়ে গাদাগাদি করে ঘরে ফিরছেন যাত্রীরা।  এ অবস্থায় দিনের বেলা ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

নভেল করোনাভাইরাস ফেরি ফেরি চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর