Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বানন্দ নন, আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত


৯ মে ২০২১ ১৬:০৩

ভারতের আসাম রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের উত্তরসূরি হিসেবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব হেমন্তকেই বেছে নিয়েছে। এনডিটিভির খবর।

আসামে গতবারের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনওয়াল। তবে এবার ফের সরকার গঠনের পর কে হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী— এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। সর্বানন্দ সোনওয়াল ও দলের হেভিওয়েট নেতা হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে দুই ভাগ হয়ে যায় আসাম বিজেপি। তবে দুই নেতাকে নিয়ে সামনাসামনি বৈঠকে আলোচনার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হেমন্তকেই এ পদে বসানোর সিদ্ধান্ত নিলো।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার গওহাটিতে বিজেপি-র পরিষদীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর পদে হেমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন সর্বানন্দ সোনওয়াল। বিধায়করা সেই প্রস্তাবে সায় দেন। এর আগে ওইদিনই রাজ্যপালের কাছে নিজের ইস্তেফাপত্র পেশ করেন সর্বানন্দ সোনওয়াল। আগামীকাল সোমবার হেমন্ত শর্মা মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৬ সালে আসামে প্রথমবারের মতো সরকার গড়েছিল বিজেপি। ওই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনওয়াল। চার বছর পর এবার ফের ১২৬ আসনের মধ্যে ৬০টি আসন ও জোট শরিকদের আরও ১৫টি আসন নিয়ে সরকার গড়েছে বিজেপি। গত ২ মে নির্বাচনের ফল প্রকাশ হয়।

হেমন্ত বিশ্ব শর্মা এর আগে ২০১৫ সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে আসামে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ৫০টি আসন।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ নির্বাচনে আসলে কে জিতল, হারল কে? [পর্ব-১]

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর