Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্সিজেন নিয়ে ভবিষ্যতেও সংকট থাকবে না: স্বাস্থ্য অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৯:৪২ | আপডেট: ৯ মে ২০২১ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিতদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। বর্তমানে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তার পুরোটাই আমাদের দেশে তৈরি হচ্ছে। আপাতত অক্সিজেনের কোনো সংকট নেই। ভবিষ্যতেও সংকট দেখতে পাচ্ছি না।

রোববার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে যেসব কোম্পানি অক্সিজেন উৎপাদন করছে সেই অক্সিজেন দিয়েই আমাদের হাসপাতালে চাহিদা মেটানো সম্ভব হয়েছে। যেহেতু রোগীর সংখ্যা কম। আপাতত অক্সিজেনের কোনো সংকট নেই। আগামী দিনেও এ সংকট থাকবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে তার চেয়ে আড়াই থেকে তিনগুণ অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে দেশে।

বিদেশ থেকে অক্সিজেন জেনারেটর আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডা. নাজমুল জানান, হাসপাতালগুলোতে হাইফ্লো ন্যাজেল ক্যানুলা ও অক্সিজেন কনসেনট্রেটর পর্যাপ্ত সংখ্যক সরবরাহ করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা এখন ২০ হাজারের বেশি রয়েছে।

সারাবাংলা/এসবি/এনএস

অক্সিজেন সংকট করোনাভাইরাস টপ নিউজ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর