Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ১৩:৫৬

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অপরিকল্পিত লকডাউন সফল হয় না। সব কিছু চালু রেখে শুধু গণ পরিবহন বন্ধ করে সড়কে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ।

মঙ্গলবার (১১ মে) জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাস ভবনে জাতীয় যুব সংহতি নেতাদের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সবাই ঈদের ছুটিতে বাড়ি ছুটেছেন, কয়েক গুণ বেশি খরচ করে অসহনীয় দুর্ভোগ পোহায়ে গন্তব্যে পৌঁছেছে সাধারণ যাত্রীরা।’

জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরি শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, মো. দীন ইসলাম শেখ, শেখ সরোয়ার হোসেন এবং কেন্দ্রীয় সদস্য মো. জিয়াউর রহমান বিপু।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় পার্টি জি এম কাদের টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর