।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সিলেট : সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ছাত্র মাহাদী আল সালাম নিহত হয়েছেন।
রোববার (২৫ মার্চ) রাতে জেলার দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বজনরা জানিয়েছেন, মাহাদী বাংলালিংকে চাকরি করতেন। তিনি রোববার রাতে ব্যাংকের চাকরির ইন্টারভিউ দিতে ঢাকা যাচ্ছিলেন। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে মাহাদীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, মাহাদীর ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাহাদী নিহত হয়েছে।
সারাবাংলা/টিএম/একে