১ মাস পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা
স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ২৩:৪৮
১১ মে ২০২১ ২৩:৪৮
ঢাকা: দেশে করোনা সংক্রমণের বর্তমান গতিপ্রকৃতি আশঙ্কাজনক হওয়ায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা এক মাস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১১ মে) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন সারাবাংলাকে খবরটি নিশ্চিত করে বলেন, ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সুপারিশ অনুযায়ী পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১০ জুলাই বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করা হবে।
সারাবাংলা/টিএস/একেএম