Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও এক সপ্তাহ বাড়তে পারে বিধিনিষেধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২১ ১১:৩৭

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। সর্বশেষ ঘোষণা অনুযায়ী বিধিনিষেধ জারি থাকবে আগামী ১৬ মে পর্যন্ত। সেক্ষেত্রে এক সপ্তাহ বাড়লে ২৩মে পর্যন্ত চলবে বিধিনিষেধ।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদে বাড়ি যাওয়া নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে সংক্রমণ আরও বাড়তে পারে। সে আশঙ্কা থেকে চলমান বিধিনিষেধ আরও সাত দিন অব্যাহত রাখার কথা চিন্তা করা হচ্ছে। এছাড়া ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় আরও বেশি সতর্কতা অবলম্বন করতেই সরকার চায় আরও এক সপ্তাহ বিধিনিষেধ অব্যাহত রাখতে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ঈদের পরে আরও সাতদিন বিধিনিষেধ বাড়ানোর চিন্তা করা হচ্ছে।

দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, যাদের শনাক্ত করা হয়েছে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এক্ষেত্রে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, ঈদের পরে আরও সাত দিন বিধিনিষেধ বাড়ানোর পরিকল্পনা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বাড়ি গেছে, আবার এ পরিস্থিতিতে ঢাকায় ফিরলে সংক্রমণ আরও বাড়তে পারে। সে আশঙ্কা থেকেই সাত কিংবা দশ দিন বাড়তে পারে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এর ৯ দিন পর ১৪ এপ্রিল থেকে আরও সাত দিন বাড়ানো হয়। সর্বশেষ বিধিনিষেধ কিছুটা শিথিল করে আগামী ১৬মে পর্যন্ত বাড়ানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসএসএ

বিধিনিষেধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর