মাস্ক নিয়ে আমেরিকায় ফাউচির নয়া পরামর্শ
১৩ মে ২০২১ ২০:৫৯
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি এবার মাস্ক নিয়ে মার্কিন জনগণের জন্য নতুন পরামর্শ দিয়েছেন।। তিনি বলেছেন, যদি কেউ ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ গ্রহণ করে, তাহলে বাইরে বের হলে তার মাস্ক না পরলেও চলবে।
বৃহস্পতিবার সকালে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাউচি মাস্ক নিয়ে এমন পরামর্শ দিলেন। তিনি বলেন, ‘আমাদের একটি রূপান্তর ঘটাতে হবে। যদি আপনি বড় কোনো জনসমাগমে থাকেন— তাহলে একজন আরেকজনের উপরে এসে পড়ছে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সে জায়গায় আপনি মাস্ক পরতে পারেন। কিন্তু যদি এমনি বাইরে বের হন, ভিড় না থাকে— তাহলে মাস্ক সরিয়ে রাখুন। আপনাকে এটি পরতেই হবে এমন নয়’।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে মার্কিন স্বাস্থ্য বিভাগের অধীন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাস্ক নিয়ে নতুন নির্দেশনা প্রকাশ করেছিল। ওই নির্দেশনায় বলা হয়, যারা ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ গ্রহণ করেছেন তারা স্বাভাবিক চলাফেরায় মাস্ক না পরলেও চলবে। তবে ভিড় বা জনসমাগমে মাস্ক পরারও পরামর্শ দিয়েছে সিডিসি। এবার তেমনই পরামর্শ দিলেন শীর্ষ এই মহামারি বিশেষজ্ঞ।
তবে ফাউচি বা সিডিসি যে পরামর্শ দিচ্ছেন তা শুধু আমেরিকার জন্য প্রযোজ্য। কেননা আমেরিকায় বেশিরভাগ মানুষ ইতিমধ্যে ভ্যাকসিনের আওতায় এসেছেন। এর আগে ফাউচি বা সিডিসি মহামারি মোকাবিলায় বরাবরই সবার জন্য নানা পরামর্শ দিলেও এবার মাস্ক নিয়ে তাদের নতুন পরামর্শ বা নির্দেশনা শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্য জারি করছেন।
এদিকে ভারতের করোনা পরিস্থিতির জন্য সেদেশে প্রথম ঢেউয়ের পর দ্রুত লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তকে দায়ী করেছেন ফাউচি। মঙ্গলবার দেশটির সিনেটে মহামারি সংক্রান্ত এক আলোচনায় অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই প্রধান চিকিৎসা উপদেষ্টা এমন মন্তব্য করেন।
ফাউচি বলেন, ‘ভারতের এই ভয়ংকর পরিস্থিতির তৈরি হওয়ার প্রধান কারণ হলো- প্রথম ঢেউয়ের পর দেশটি একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তারা করোনা বিদায় নিয়েছে ভেবে লকডাউনসহ সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। এর পরিণামে কি হতে পারে, তা আমরা এখন দেখছি’।