Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেণ্ডারিয়ায় ৫ তলার বারন্দা থেকে থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২১ ১৯:৪০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গেণ্ডারিয়ায় ছয়তলা বাসার পাঁচতলার বারান্দা থেকে পড়ে শেখ শাখাওয়াত হোসেন (৫) নামের এক শিশু মারা গেছে।

শনিবার (১৫ মে) বিকেল চারটার দিকে গেণ্ডারিয়ার দ্বীননাথ সেন রোডে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করে।

ওই শিশুর চাচা মনির হোসেন জানান, তাদের বাড়ি মুন্সগঞ্জ সদরে। গেণ্ডারিয়া দ্বীননাথ সেন রোডের একটি ছয়তলা বাসার তৃতীয় তলায় তারা ভাড়া থাকে। ওই এলাকায় তাদের বিদ্যুৎ সরঞ্জামের ব্যবসা রয়েছে।

মনির হোসেন আরও জানায়, এক ভাই এক বোনের মধ্যে শাখাওয়াত ছিল ছোট। বিকেলে সিঁড়িতে খেলতে খেলতে পাঁচ তলার বাসায় যায়। সেখানে বারান্দায় খেলতে খেলতে নিচে পড়ে যায় শাখাওয়াত। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায় মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

৫ তলা বারান্দা শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর