।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সোমবার দুপুর থেকেই তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।
সোমবার বিকেলে তিনি বলেন, ‘গতকাল শাহীন ব্যাপারীর দ্বিতীয় অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। রোববার দুপুরের পর অবস্থার অবনতি হয়েছে।’
‘তাকে আইসিইউতে রাখা হলেও তার চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি কাজ করছে না। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। তাকে আরও এক ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। এরপর তার বিষয়ে ব্রিফিং করা হবে।’
হাসপাতালে শাহীন ব্যাপারী স্ত্রী ও মা
উড়োজাহাজ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন শাহীন ব্যাপারী। তার শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে। এছাড়া কোথাও কোথাও ডিপবার্ন রয়েছে।
সামন্তলাল সেন বলেন, ‘অগ্নিদগ্ধ শাহীনের শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। নেপালে থাকা অবস্থাতেই এই ইনফেকশন ধরা পড়ে। এ অবস্থাতেই নেপাল থেকে এনে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।’
গত রোববার (১৮ মার্চ) শাহীন ব্যাপারীকে নেপাল থেকে ঢাকায় আনা হয়। এ দিন দুপুর ৩টার দিকে তাকে নিয়ে আসা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৯ জন মারা যান। তাদের মধ্যে বাংলাদেশি ২৬ জন। আহতদের মধ্যে ৭ জনকে পর্যায়ক্রমে দেশে নিয়ে আসা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দুইজনকে সিঙ্গাপুর ও একজনকে ভারতে পাঠানো হয়েছ।
সারাবাংলা/এসএসআর/একে