বরিশালে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
২০ মে ২০২১ ১৫:২৭
বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৩০) ও আব্দুস সাত্তার ঢালী (৫৭) নামে দুই কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম বেপারী ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল রাঢ়ীর মধ্যে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান। গুরুতর আহত অবস্থায় সাত্তার ঢালীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছেন, সংর্ঘষের ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/এএম