Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার প্রস্তাবে উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২১ ১৮:২২

ঢাকা: জাতীয় পরিচযপত্রের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন’। বুধবার (১৯ মে) এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে দেওয়ার প্রস্তাবনা এসেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের এ সংক্রান্ত একটি চিঠি গত মঙ্গলবার নির্বাচন কমিশনে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার ‘জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম ইসির পরিবর্তে সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করা সংক্রান্ত’ প্রস্তাবে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়ে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন’ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে।

বিজ্ঞাপন

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার স্বারকলিপি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেছেন, ‘গভীরভাবে পর্যালোচনা করে’ ইসির অবস্থান জানানো হবে। তিনি বলেন, ‘মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠিটি আমরা পেয়েছি। এ বিষয় নিয়ে এখনও বিস্তারিত পর্যালোচনা করিনি। আমরা পর্যালোচনা করার পরে যদি কিছু বলার থাকে জানাব।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন ২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করে। বর্তমানে দেশের ১১ কোটি ১৭ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছে। ২০১০ সালে ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ একটি আইনগত ও প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়।

এদিকে মন্ত্রিপরিষদবিভাগের চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন দেশের উদাহরণের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগ ওই দায়িত্ব পালনে উপযুক্ত কর্তৃপক্ষ বিবেচিত। এই অবস্থায় জাতীয় পরিচয় নিবন্ধন সংক্রান্ত দায়িত্ব সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করার লক্ষ্যে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং ডিফারেন্ট মিনস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স’-এ সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বসমূহের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করা যেতে পারে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০১০ এ ‘নির্বাচন কমিশন’র পরিবর্তে সরকার শব্দ অন্তর্ভুক্তকরণসহ প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যমান অবকাঠামো ও জনবল নির্বাচন কমিশন থেকে সুরক্ষা বিভাগে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

অন্যদিকে চিঠির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান তালুকদারের সই করা ইসির কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসির অধীনে জাতীয় পরিচয়পত্রের কাযক্রম যেভাবে চলমান রয়েছে তা অব্যাহত রেখে দ্রুত কীভাবে সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

উদ্বেগ এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর