Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতাল থেকে ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২১ ২১:০৪

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সসংলগ্ন রাস্তা থেকে ১৯০ পিস ইয়াবাসহ জান্নাতুল হাসান জসি (২৮) নামের এক যুবককে আটক করেছে হাসপাতাল পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৯০পিস ইয়াবাসহ তাকে আটক করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ও সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল খান।

ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘আমাদের কাছে খবর ছিল ঢাকা মেডিকেলের ভেতর দিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে এক যুবক যাবে। এই সংবাদের ভিত্তিতে তাকে ক্যাম্পের সামনের রাস্তা থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পকেটে থাকা ইয়াবা ভর্তি একটা প্যাকেট উদ্ধার করা হয়। সেই প্যাকেটে ছিল ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট।’

এসআই বাচ্চু মিয়া আরও জানান, বিষয়টি শাহবাগ থানায় অবগত করা হয়েছে।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. রয়েল জিয়া জানান, ইয়াবাসহ জান্নাতুল হাসান জসি নামের এক যুবককে আটক করেছে হাসপাতালের পুলিশ। যুবকটিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আটক জসি জানান, তিনি শাহবাগের একটি ফুলের দোকানে চাকরি করেন। বর্তমানে হাতিরপুল থাকেন। বিল্লাল নামে এক যুবক তাকে ইয়াবাগুলো শাহবাগ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য বলেছিল।

সারাবাংলা/এসএসআর/এমও

ইয়াবা যুবক আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর