Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২১ মে ২০২১ ১১:২৮

নেত্রকোনা: দুর্গাপুর উপজেলায় জয়নাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের মার্কাজ মোড় এলাকার নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল মিয়া পৌর সদরের মার্কাজ এলাকার মৃত মুরমুজ মিয়ার ছেলে। তিনি রঙ মিস্ত্রির কাজ করতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, পারিবারিক সূত্রে জানা গেছে জয়নালের স্ত্রী বাপের বাড়ি থাকায় বৃহস্পতিবার দুপুরে জয়নাল সেখানে গিয়েছিল। ওইদিন বিকেলে সেখান থেকে জয়নাল নিজ বাড়ি ফিরে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বড় ছেলে আব্দুল্লাহ (১৩) নানা বাড়ি থেকে এসে ঘরে প্রবেশ করে ঘরের ধর্নার সঙ্গে তার বাবাকে গলায় চাদর পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল মিয়াকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

নেত্রকোনা লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর