Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবির তদন্ত শুরু, রোজিনার ফোন পাঠানো হবে ফরেনসিক ল্যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২১ ১৬:৩২

রোজিনা ইসলামকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ

ঢাকা: প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে রোজিনার জব্দ করা মোবাইল দুটি ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি।

শনিবার (২২ মে) ডিবির রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আজিমুল হক বলেন, ‘নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তের কাজ শুরু হয়েছে। আমরা সঠিকভাবে তদন্ত শেষ করেই আদালতে প্রতিবেদন জমা দেবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু ফরেনসিক নয়, সুষ্ঠু তদন্তের জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে।’

তদন্ত প্রতিবেদন শেষ করতে কত দিন লাগবে? জানতে চাইলে ডিসি বলেন, ‘মামলার তদন্তের ওপর নির্ভর করছে আমরা কতদিনে শেষ করতে পারব।’

ডিবি জানায়, তদন্তের শুরুতেই মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। তদন্তে অধিকতর তথ্যের জন্য রোজিনা ইসলামের জব্দ হওয়া ফোনগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দুয়েকদিনের মধ্যেই সেগুলো ফরেনসিকে পাঠানো হবে।

জানা যায়, এরই মধ্যে সচিবালয় থেকে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ডিবি। রোজিনা ইসলামের বিরুদ্ধে নথি চুরি ও ছবি তোলার যে অভিযোগ রয়েছে বিষয়টি সত্য কি-না তাও খতিয়ে দেখছে ডিবি। ডিবির তদন্তে সব কিছু যেন পরিষ্কার ও নির্ভুলভাবে উঠে আসে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা। এছাড়া প্রয়োজন হলে আসামি ছাড়া আরও লোকজনকে আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করবে ডিবি।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ডিবি ফরেনসিক ল্যাবে মামলা তদন্ত রোজিনা ইসলাম সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর