নিজ ঘরে ঘুমিয়ে থাকা শিশুর প্রাণ গেল আগুনে
২৩ মে ২০২১ ১৮:৪২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন আরও একজন।
শনিবার (২২ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
মৃত সায়মা আক্তার (৭) পূর্ব পুঁইছড়ি গ্রামের আমান উল্লাহর মেয়ে। দগ্ধ হয়েছেন একই এলাকার ৬০ বছরের বৃদ্ধ জয়নাল আবেদিন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিউল কবীর সারাবাংলাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে গিয়েছিল। আগুন লাগার পর দ্রুত বের হতে গিয়ে ঘুমিয়ে থাকা একটি শিশুকে তার পরিবারের সদস্যরা বের করতে পারেনি। আগুনে পুড়ে শিশুটির মৃত্যু হয়েছে। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মৃতদেহ উদ্ধার করে।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্থানীয় স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ জন মালিকের একসারিতে থাকা যৌথ ও একক মালিকানাধীন নয়টি কাঁচা বসতঘর আগুনে পুড়ে গেছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেকজনকে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
সারাবাংলা/আরডি/পিটিএম