করোনায় পেছাল চবি’র ভর্তি পরীক্ষা
২৩ মে ২০২১ ১৮:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্শের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
এর আগে ২৮ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
রোববার ( ২৩ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার মনিরুল বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ইউনিটে ২৮ ও ২৯ জুন, বি ইউনিটে ২২ ও ২৩ জুন, সি ইউনিটে ৩০ জুন, ডি ইউনিটে ২৪ ও ২৫ জুন, বি-১ও ডি-১ উপ-ইউনিটে ১ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সারাবাংলা/সিসি/এসএসএ