Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে বিরূপ আবহাওয়ায় ২১ ম্যারথন দৌড়বিদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২১ ১৯:২৩

বিরূপ আবহাওয়ার কবলে পড়ে চীনে ২১ জন ম্যারাথন দৌড়বিদের মৃত্যু হয়েছে। দেশটির গানসু প্রদেশের ইয়েলো রিভার স্টোন ফরেস্টে ১০০ কিলোমিটার দৌড়ের এক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তারা। শনিবার (২২ মে) আবহাওয়া বিরূপ হয়ে মারাত্মক রূপ ধারণ করে, এতে ওই ২১ জনের মৃত্যু হয়। আহত বা অসুস্থ হয়েছেন আরও একশোরও বেশি প্রতিযোগী।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, শনিবার সকালে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার মধ্যেই শুরু হয় প্রতিযোগিতা। অনেক প্রতিযোগী শুধু টি-শার্টের মতো হালকা পোশাক পরেও অংশ নেন। তবে স্থানীয় সময় দুপুর ১টার দিকে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। তখন হিম ঠাণ্ডা ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে অনেকেই নিখোঁজ হয়ে পড়েন। অনেকে অসুস্থও হয়ে যান।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, প্রথমে ১৭২ জন দৌড়বিদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তখনই প্রতিযোগিতা স্থগিত করা হয়। সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু হয়। অনেক দৌড়বিদ হাইপোথেরমিয়াতে আক্রান্ত হয়ে পড়েছেন।

স্থানীয় সরকারি সূত্র জানিয়েছে, ১৫১ প্রতিযোগী নিরাপদ আছেন। এদের মধ্যে ৮ জন অসুস্থ। মৃত্যু হয়েছে ২১ জনের। নিহতদের মধ্যে চীনের নিহতদের মধ্যে চীনের অন্যতম সুপরিচিত ম্যারাথন দৌড়বিদ লিয়াং জিংও রয়েছেন।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর