Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেক বয়স হয়েছে, সাবধান হয়ে যান—ইউনুছ আলী আকন্দকে হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১৩:৪৭

ঢাকা: আদালতের কাছে ক্ষমা চাওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের ১০ হাজার টাকা জরিমানা মওকুফ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে সতর্ক করেছেন আদালত।

সোমবার (২৪ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত ইউনুছ আলী আকন্দকে সতর্ক করে বলেন, ‘আপনার বিরুদ্ধে অভিযোগ হলো, আপনি ফেসবুকে আদালত নিয়ে নানা কথা লেখেন। আপনার অনেক বয়স হয়েছে। সাবধান হয়ে যান।’

ইউনুছ আলী আকন্দ আদালতে বলেন, ‘মাই লর্ড আপনার আদালতের জুম আইডি পরিবর্তন হওয়ায় আমি ওইদিন শুনানিতে অংশ নিতে পারিনি। এজন্য ক্ষমা চাচ্ছি। আমাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা মাফ করে দিন। আমি ক্ষমা চাচ্ছি।’

এর আগে, গত ৫ মে আইনজীবী ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করে একই আদালত।

ওইদিন আদালত বলেন, ‘রিট করে তিনি (আইনজীবী ইউনুছ আলী আকন্দ) মিডিয়ায় প্রচার করেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে থাকেন না।’

এর আগে, গত ৪ মে লকডাউন চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ইউনুছ আলী আকন্দ। রিট করে বার বার বলার পরও শুনানিতে অংশ না নেওয়ায় গত ৫ মে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন হাইকোর্ট। একইসঙ্গে লকডাউনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দেন আদালত।

এর আগে, আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় ইউনুছ আলী আকন্দকে দোষী সাব্যস্ত করেন আপিল বিভাগ। এ ঘটনায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বরখাস্ত করেন সর্বোচ্চ আদালত।

বিজ্ঞাপন

আরও পড়ুন
জরিমানা না দিতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ইউনুছ আলী আকন্দ
লকডাউনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ
বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য, আইনজীবী ইউনুছ আলী সাময়িক বরখাস্ত

 

সারাবাংলা/কেআইএফ/একে

ইউনুছ আলী আকন্দ টপ নিউজ রিট হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর