Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৩ দফা দাবিতে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১৭:৪৬

নওগাঁ: তিন দফা দাবিতে নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩০ মে থেকে এই ঘোষণা কার্যকর হবে। জেলার সাপাহার উপজেলায় ইউনিয়নের শ্রম কল্যাণ উপ-কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা, জেলার নেতা ও শ্রমিকদের মারপিট এবং মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত রাজশাহী বিভাগীয় শ্রম দফতর বরাবর গতকাল রোববার (২৩ মে) লিখিতভাবে এ কর্মবিরতির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাপাহার থানার লোড পয়েন্ট অফিসের ত্রি-বার্ষিক নির্বাচন বন্ধের জন্য রাজশাহী বিভাগীয় শ্রম দফতর বরাবর গত ২৫ মার্চ সংগঠনটির সভাপতি রওশন জালাল লিখিতভাবে অভিযোগ করলে ৩০ মার্চ সরেজমিনে ওই দফতরের সহকারী পরিচালক আলমুতাজিদুল ইসলাম ও প্রধান সহকারী বিকাশ নাথ তদন্ত করেন। কিন্তু এর ফলাফল নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এখন পর্যন্ত পায়নি। পরবর্তীতে সাপাহার থানার লোড পয়েন্ট অফিসের ত্রি-বার্ষিক নির্বাচনের পর থেকে সংগঠনের সদস্যদেরকে মারপিট, হুমকি, নির্যাতনসহ নানা সময় সংগঠনের কার্যক্রমে বাধা প্রদান করে। এ বিষয়ে সাপাহার থানায় সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গত ১৮ মে উভয় সংগঠনের শ্রমিকসহ জেলার নেতাদের নিয়ে এক বৈঠকের আহবান করেন। বৈঠকে ২৬৫০ সংগঠনের সদস্যরা, নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়ন ২৩৮ এর সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও তাদের ছায়া সংগঠন ২৬৫৮ এর সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদককে দেখলে ২৬৫০ সংগঠনের নেতাকর্মীরা দাবি করেন— ২০০৬ সালের শ্রম আইনের অধীনে কোনো সংগঠন যদি রেজিস্ট্রেশন পেয়ে থাকে তাহলে বিভাগীয় শ্রম দফতর আইন মেনে সাপাহার থানা লোড পয়েন্টের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কাগজপত্র থানার কর্মকর্তার মাধ্যমে দেখাতে বললে তার বিভিন্নভাবে কালক্ষেপণ করতে থাকে।

বিজ্ঞাপন

আরও বলা হয়, এক সময় থানার কর্মকর্তা সভা দীর্ঘ হওয়ার জন্য দুপুরের খাবারের বিরতি দেন। আর সন্ধ্যা ৭টায় পুনরায় কাগজপত্র দেখে সমস্যার সমাধানের আশ্বাস দেন। এ সময় ২৬৫০ এর সদস্যরা দুপুরের খাবার জন্য শ্রমিক নেতা মহরম আলীর বাসায় যাওয়ার পথে সাপাহার ডাক বাংলোর সামনে ২৬৫৮ ও ২৩৮ এর সদস্যরা সংঘবদ্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, লাঠিসোটা, তীর ধনুক, হাসুয়া নিয়ে সামনে ও পেছন থেকে তাদের ওপর হামলা চালায়। এতে ১০ থেকে ১২ জন শ্রমিক মারাত্মক আহত হয়। ওইদিন সন্ধ্যায় ২৬৫০ এর সাপাহার উপজেলা শ্রম কল্যাণ উপ-কমিটির নেতা আবুল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে আসামিদের গ্রেফতার না করে উল্টো ২৬৫০ সংগঠনের শ্রমিকদের নামে মিথ্যা কাউন্টার মামলা দায়ের করে ২৬৫৮ সংগঠন। এরই প্রেক্ষিতে পুলিশ ২৬৫০ এর ৩ জন শ্রমিককে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এর প্রতিবাদে ১৯ মে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলে জেলার সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে ২৬৫০ সংগঠনের নেতারা গত ২২ মে সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে তিন দফা দাবি উত্থাপন করে। তাদের এ সকল দাবি মানা না হলে আগামী ৩০ মে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নওগাঁয় কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় শ্রম দফতরের সহকারী পরিচালক আলমুতাজিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন জমা দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

সাপাহার থানার ওসি তারেকুর রহমান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দুই পক্ষের চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আর বাকিদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এনএস

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন ট্রাক নওগাঁ

বিজ্ঞাপন

খসড়া ভোটার তালিকা প্রকাশ কাল
১ জানুয়ারি ২০২৫ ২৩:২১

আরো

সম্পর্কিত খবর