Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৫ মে ২০২১ ১৭:২৭

নোয়াখালী: হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নে মেয়ে শাবনূর বেগমকে (১২) কুপিয়ে হত্যার অভিযোগে সৎ মা খালেদা আক্তারকে (২৯) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) দুপুরে পুলিশ উপজেলার দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ঝোপ থেকে ওই মেয়ের মরদেহ উদ্ধার করে।

এর আগে গতকাল সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল শাবনূর। সে হরনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদর্শ বাজারের ব্যবসায়ী আবুল কাশেমের মেয়ে এবং স্থানীয় দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

বিজ্ঞাপন

নিহতের বাবা আবুল কাশেম জানান, গতকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তার মেয়ে তাকে দোকানে সহযোগিতা করে। পরে তিনি মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেন। দুপুরের দিকে তিনি বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু দিন-রাত খুঁজেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরের দিকে প্রতিবেশীরা দক্ষিণ আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের ঝোপের মধ্যে শাবনূরের মরদেহ দেখতে তাকে খবর দেয়।

আবুল কাশেম অভিযোগ করে আরও বলেন, এ ঘটনার পর তার বসত ঘরের একটি কক্ষে কিছু রক্তের দাগ দেখতে পাওয়া যায়। তার একটি লুঙ্গি এবং নিহত শাবনূরের একটি নতুন ওড়না ঘরের মধ্যে ভিজে অবস্থায় পাওয়া যায় এবং ঘরের পাশে দুটি লাঠি পাওয়া যায়। সৎ মা তাকে বেধড়ক পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো জানান, তার দ্বিতীয় স্ত্রী খালেদা আক্তার পারবারিক কলহের জের ধরে শাবনূরকে অনেকবার নির্যাতন করেছে। একাধিকবার তাকে হত্যা করতে চেষ্টা করে।

হাতিয়া মোর্শেদবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, শাবনূরকে মাথায়,মুখে, ঘাড়ে,কানে দা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে ঝোপে মরদেহ ফেলে দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

নোয়াখালী

বিজ্ঞাপন

ফের দাপট দেখালেন সাকিব
২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৪

আরো

সম্পর্কিত খবর