সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: সুজন
২৫ মে ২০২১ ২০:১৮
চট্টগ্রাম ব্যুরো: স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদরাসায় কামিল দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসের পাঠদান উদ্বোধনের সময় ওই মাদরাসার গভর্নিং কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম সুজন সরকারের প্রতি এ আহ্বান জানান।
খোরশেদ আলম সুজন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং অভিবাবকদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা এখনও বলবৎ আছে। সরকার জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় রেখে সবকিছু ধীরে ধীরে খুলে দিতে শুরু করেছে। শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষাজীবন বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।’
দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি বিমুখ হয়ে পড়ছে মন্তব্য করে সুজন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ অব্যাহত রাখলে শিক্ষার্থীদের ভবিষ্যতে পড়ালেখায় মনোনিবেশ করানো কঠিন হয়ে পড়বে। তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে। বিশ্ববিদ্যালয়গুলোতে ইতোমধ্যে সেশনজট তৈরি হয়েছে। তাদের ভবিষ্যত জীবনও অনিশ্চয়তার মধ্যে পড়ছে। অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন প্রায় শেষের পথে গিয়ে আটকে পড়েছে। তাদের কর্মজীবনে প্রবেশের স্বপ্ন ধুলিস্যাৎ হতে বসেছে। অনেকেই মানসিক হতাশায় ভুগছেন। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে একটি মেধানির্ভর প্রজন্ম আমরা হারিয়ে ফেলব এবং এতে যে শূন্যতা সৃষ্টি হবে তা সহজে পূরণ হবে না।’
‘সরকারি নির্দেশনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের সঠিকভাবে মনিটরিং করা সম্ভব নয়। অনলাইন ক্লাসের নির্দিষ্ট সময় ছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করানো কঠিন হয়ে পড়ছে। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে ক্লাসও নিচ্ছে না। এতে একপ্রকার বৈষম্য সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে একটি ক্লাসের সব শিক্ষার্থীকে একই সময়ে উপস্থিত না করে দিন ভাগ করে শিফট চালু করার বিষয়টি বিবেচনা করা উচিত’- বলেন খোরশেদ আলম সুজন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মাহবুবুল আলম ছিদ্দিকীসহ শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।
সারাবাংলা/আরডি/পিটিএম