Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন


২৫ মে ২০২১ ২১:৪৪

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ কয়েক দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ মে) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এইসব দাবি জানান। হয়।

২৯ তারিখের পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি না করে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হল ও ক্যাম্পাস খুলে দেওয়া ছাড়াও ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করা এবং কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন যাবত ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা হতাশ। আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিচ্ছি, যদি অনতিবিলম্বে ক্যাম্পাস খুলে না দেওয়া হয়, তাহলে আমরা লাগাতার আন্দোলনে যাবো।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর