দুর্যোগ মন্ত্রণালয়ের শাখা-অধিশাখা খোলা থাকবে বুধবার
২৫ মে ২০২১ ২৩:০৫
ঢাকা: ঘূর্ণিঝড় ইয়াস-এর কারণে উপকূলীয় এলাকাসহ সারাদেশের ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি ও সিপিপি অধিশাখা এবং সংশ্লিষ্ট সব শাখা আগামীকাল বুধবার (২৬ মে) খোলা থাকবে।
মঙ্গলবার (২৫ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকলেও সংশ্লিষ্ট শাখাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হতে হবে।
আবহাওয়া অধিদফতরের সবশেষ তথ্য বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া ইয়াসের কেন্দ্রে গতিবেগ বাড়ছেই। মঙ্গলবার রাত ১০টায় অধিদফতরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। অতি প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা ১৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়টি বুধবার দুপুর নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত না করলেও ইয়াস অতিক্রমের সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলা এবং তাদের নিকটবর্তী দ্বীপ ও চর এলাকায় অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৬ ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।
ঘূর্ণিঝড় সরাসরি আঘাত না করলেও এর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে উপকূলীয় জেলা প্রশাসনগুলো। আর সে কারণেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শাখা-অধিশাখাগুলো বুধবার ছুটির দিনেও খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
সারাবাংলা/জেআর/টিআর