পল্লবীতে হত্যা মামলায় সাবেক এমপি আউয়ালসহ ২ জন কারাগারে
২৬ মে ২০২১ ১৯:০১
ঢাকা: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী সন্তানের সামনে ব্যবসায়ী সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম এ আউয়ালসহ দুইজনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বুধবার (২৬ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামি হলেন জহির।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন সাবেক এমপি এম এ আউয়ালসহ তিন জানকে আদালতে হাজির করেন। এরপর আসামি আউয়াল ও জহির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ মামলার আরেক আসামি নুর মোহাম্মদ হাসান ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ডও করার আবেদন করে একই তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন।
গত ২১ মে আউয়ালকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত।
উল্লেখ্য, গত ২০ মে ভৈরব এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার এক নম্বর আসামি এম এ আউয়ালকে গ্রেফতার করে র্যাব।
জমি নিয়ে বিরোধের জের করে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে ভাড়াটে খুনিরা। হত্যাকাণ্ডে জড়িত দুইজন এরইমধ্যে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
সারাবাংলা/এআই/একে