ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
সিলেট: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ছাত্র মাহাদী আল সালাম (মাহিদ) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ মার্চ) সকালে নগরীর চৌহাট্রায় সড়ক অবরোধ করে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ শুরু করে শাবিপ্রবি শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান বিক্ষুব্ধরা। শান্তির সিলেটে রক্ত কেন? প্রশাসনের জবাব চাই এমন স্লোগান দিতে থাকে।
এর আগে রোববার (২৫ মার্চ) রাতে জেলার দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন মাহিদ। রাত আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিক্ষোভ শেষে হত্যাকারীদের বিচার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে জানান সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
ছুরিকাঘাতে শাবিপ্রবির সাবেক ছাত্র নিহত
সারাবাংলা/ এমএইচ