Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও রিমান্ডে হেফাজতের সাবেক অর্থ সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ২৩:২৯

ঢাকা: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৬ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ রিমান্ডের আদেশ দেন।

চারদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ মুফতি মনির হোসেনকে আদালতে হাজির করে পল্টন থানার দায়ের করা মামলায় ফের সাত রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এর আগে, গত ২২ মে মুফতি মনির হোসেনকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

গত ২১ মে সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি।

ডিবি পুলিশ জানায়, ‘কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।’

মুফতি মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি

সারাবাংলা/এআই/একে

কাসেমী রিমান্ড হেফাজতে ইসলাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর