Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১৯:৪৯

ঢাকা: ফিলিস্তিনের দখল করা অঞ্চলে ইসরাইল আন্তর্জাতিক যেসব আইনের লঙ্ঘন করেছে, তার জবাবদিহিতা নিশ্চিত এবং ন্যায় বিচার বাস্তবায়নের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৭ মে) ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ সেশনে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

ইসরাইলের বিতর্কিত এবং অবৈধ কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জানিয়ে ড. মোমেন বলেন, ‘ইসরাইল যে অবৈধ দখলদারি চালিয়ে যাচ্ছে এবং ধারাবাহিভাবে আইনের ব্যতয় ঘটাচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে।’

ইসরাইলের দখলদারির ঘটনায় আন্তর্জাতিক বিশ্বের প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সময়ের যুদ্ধ বিরতির দোহাই দিয়ে ইসরাইলের এই অবৈধ কাণ্ডের দায়মুক্তি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ইসলাইলের অবৈধ কাণ্ডের জবাবদিহিতা এবং ন্যায় বিচারের প্রতি আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়। পাশাপাশি জাতিসংঘের পক্ষে একটি নিরপক্ষে তদন্ত কাউন্সিলও কাজ করতে পারে।’

ফিলিস্তিনের জনগনের প্রতি আন্তর্জাতিক বিশ্বের মানবিক সহায়তা পাঠানো প্রয়োজন- উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মুখ্য ভূমিকা রাখতে পারে।’

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৃহস্পতিবারের বিশেষ সেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ ফিলিস্তিন, তুরস্ক, নামিবিয়া, পাকিস্তান, লিবিয়া, তিউনিশিয়া, কুয়েত, সিরিয়া, কাতার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/পিটিএম

ইসরাইল জবাবদিহিতা জাতিসংঘ নিশ্চিত ফিলিস্তিন বাংলাদেশ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর