একযোগে ৯৮ জনের বদলি, র্যাব থেকে পুলিশের ৫০ কর্মকর্তা প্রত্যাহার
২৮ মে ২০২১ ০১:১১
ঢাকা: পুলিশ হেডকোয়ার্টার্স পৃথক তিন আদেশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদা ৯৮ জন কর্মকর্তাকে বদলি করেছে। এছাড়া র্যাব থেকে একযোগে প্রত্যাহার করা হয়েছে ৫০ জন কর্মকর্তাকে।
তবে র্যাব থেকে একযোগে কর্মকর্তাদের প্রত্যাহার বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান জানান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারদের পুলিশ সুপার পদে ও সহকারী পুলিশ সুপারদের অতিরিক্ত পুলিশ সুপার পদে সম্প্রতি বিপুল সংখ্যক কর্মকর্তার পদোন্নতি হয়েছে। তাই তাদের প্রত্যাহার করে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, ট্রেনিং শেষে ৯৭ জন সহকারী পুলিশ সুপারকে পদায়ন করা হয়, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রয়োজন অনুপাতে তাদের পদায়ন করা হচ্ছে।
পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট কাজী জিয়াউদ্দিন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে ৯৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।
সারাবাংলা/ইউজে/এমও