Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৮ মে ২০২১ ১৪:১১

কুষ্টিয়া: সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা এলাকায় পুকুর থেকে সৈকত ইসলাম সকাল নামে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মে) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বিকেলে থেকে সৈকত নিখোজ ছিল।

নিহত সৈকত কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলার জহুরুল ইসলামের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একটি পুকুর পাড় থেকে শিশু সৈকতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শিশুটির গায়ে ও কপালে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে লাশ গুম করার চেষ্টা করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই বলা সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা এখন পর্যন্ত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর