নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে চর আমানউল্লাহ গ্রামে ঘর থেকে জোয়ারের পানিতে নিখোঁজ শিশু লিমা আক্তারের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে বেড়িবাঁধের বাইরে আটকে থাকা জোয়ারের পানিতে মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মরদেহ উদ্ধারের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন।
এর আগে, বুধবার (২৬ মে) সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় ওই শিশু।