অতিরিক্ত ভাড়া আদায়, ৪ সুপারভাইজারকে জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ১৮:০৫
২৮ মে ২০২১ ১৮:০৫
বরিশাল: জেলার গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের চার সুপারভাইজারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানি করার অভিযোগে তাদের এই জরিমানা করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় অপর একজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৮ মে) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস।
অভিযানেকালে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া বাস কর্তৃপক্ষকে ফেরত দিতে নির্দেশ দেন ইউএনও বিপিন।
সারাবাংলা/এনএস