সিদ্ধিরগঞ্জে বেতনের দাবিতে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ
২৮ মে ২০২১ ১৯:৩২
নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের আদমজীতে বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কুন তং অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা। পরে বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের আশ্বাস দিলে রাস্তা থেকে সরে যান তারা।
শুক্রবার (২৮ মে) দুপুরে তারা নারায়ণগঞ্জ-আদমজী সড়কে অবস্থান নেয়। দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন গার্মেন্টসের শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে ছয় হাজার ৮০০ শ্রমিক কর্মরত ছিলেন। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি শুরু হওয়ার কিছুদিন পর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন ও জমা টাকা প্রতিষ্ঠানটি পরিশোধ করেনি। এখন পর্যন্ত বকেয়া বেতনের ৩৩ ভাগ দিলেও। বাকি টাকা পরিশোধ করা হবে বলে আশ্বাস দেয় কিন্তু এখনো দেওয়া হয়নি।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ- ৪’র পরিচালক এসপি সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় বেতন পরিশোধ করার আশ্বাস দিলে তারা সড়কে অবরোধ প্রত্যাহার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার আহসান কবির বলেন, মালিকপক্ষ আগামী ১২ জুন শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন।
সারাবাংলা/এনএস