Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ২১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট: জেলা সদরের চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৮ মে) শিশুটির মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শিশুটির মা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেয়েকে বাড়িতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন তিনি। কোথাও না পেয়ে বাড়ি ফেরার সময় প্রতিবেশী মিজানুরের বাড়িতে কান্নার শব্দ শুনতে পান। সেখানে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক ডা. দোলন জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম ও আঁচড়ের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণ হওয়ায় শিশুটির অবস্থা গুরুতর। শিশুটির সুস্থ হতে সময় লাগবে।

বিজ্ঞাপন

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সারাবাংলা/একে

ধর্ষণ লালমনিরহাট শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর