ভিয়েতনামে করোনার ভারত ও যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের হাইব্রিড শনাক্ত
২৯ মে ২০২১ ১৪:১৮
ভিয়েতনামে করোনাভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। এটি করোনাভাইরাসের ভারতীয় ও যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের হাইব্রিড। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এনগুইন থানহ লং-এর বরাত দিয়ে ভিএনএক্সপ্রস নামক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এত বলা হয়, শনিবার এক সরকারি সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সদ্য শনাক্ত হওয়া রোগীদের জিন সিকুয়েন্স চালানোর পর আমরা করোনাভাইরাসের নতুন একটি রূপ আবিষ্কার করেছি। এটি ভারত ও যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টের সংমিশ্রণ।
তিনি বলেন, ভিয়েতনাম সরকার শীঘ্রই বৈশ্বিক পরিমণ্ডলে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টের খবর ঘোষণা করবে।
উল্লেখ্য, গত বছর করোনা মোকাবিলায় সফলতা দেখিয়েছিল ভিয়েতনাম। তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণ বেড়ে গেছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত দেশটির ৬৩টি বড় শহর বা প্রদেশের ৩১টিতেই করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এ সময়ের মধ্যে ভিয়েতনামে প্রায় ৩৬০০ মানুষ আক্রান্ত হয়েছেন— যা দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় অর্ধেক।
এর আগে ভিয়েতনামে করোনাভাইরাসের সাতটি ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছিল। ভ্যারিয়েন্টগুলো হলো- B.1.222, B.1.619, D614G, B.1.1.7 (যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট); B.1.351, A.23.1 and B.1.617.2 (ভারতীয় ভ্যারিয়েন্ট)।
সারাবাংলা/আইই