।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা : এইচএসসির প্রবেশপত্রের বিনিময়ে ঢাকা মহানগর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নিয়েছে তা ফেরত দিতে চেয়েছে। বাড়তি টাকা আদায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিক্ষুব্ধরা শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধরা শিক্ষার্থীরা ভাঙচুরও করেন।
ঘটনাস্থলে পরিস্থিতি মোকাবিলায় পুলিশ আসে। পরে কলেজ কর্তৃৃপক্ষ, শিক্ষার্থী প্রতিনিধি ও অভিভাবকরা আলোচনায় বসেন। এর পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে রাজি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, যে কোনো পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় কলেজ কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই বাড়তি টাকা আদায় করে থাকে। এবারও টাকা চেয়েছে। কারো কাছ থেকে পাঁচ হাজার টাকা, কারো কাছ থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছে।
ইশরাত নামে এক বিক্ষুব্ধ শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, ‘আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’
সাগরিকা নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘এর আগেও বিভিন্ন পরীক্ষার সময় টাকা চাওয়া হয়েছে। আমার কাছ থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না বলে জানানো হয়েছে।’
ওই শিক্ষার্থীর অভিযোগ, কলেজের অধ্যক্ষ আফসানা হাসান প্রবেশপত্র দেওয়ার সময় এই বাড়তি টাকা নিয়ে থাকেন। আজ (মঙ্গলবার) প্রবেশপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। অথচ ২ তারিখে আমাদের পরীক্ষা শুরু হবে।’
আনিকা নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন, প্রিন্সিপাল বলেছেন, ছাত্রীদের গায়ে গরম পানি ঢালা হবে।
তৃপ্তি নামে এক শিক্ষার্থী বলেন, টাকা না দিয়ে অ্যাডমিট নিলে প্রাকটিক্যালে মার্ক দেওয়া হবে না।
তানজিলা বলেন, টাকা না দিলে বোর্ড থেকে নাকি ফেল করিয়ে দেবে।
অভিযোগের বিষয়ে কলেজ অধ্যক্ষ আফসানা হাসান সাংবাদিকদের বলেন, ‘নিয়মের বাইরে কোনো টাকা নেওয়া হয়নি।’
কলেজের অধ্যক্ষ বলেন, ‘বিষয়টির মীমাংসা হয়েছে। কারও কাছ থেকে আর টাকা নেওয়া হবে না। আগে যাদের টাকা নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে না।’
সারাবাংলা/ইউজে/একে
আরও পড়ুন
ঢাকা মহানগর মহিলা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা