Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করে পদ্মায় অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ১৪:১৮

মুন্সীগঞ্জ: লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মাওয়া নৌ পুলিশ। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এ সময় অবৈধ রেণু পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৩০ মে) ভোর রাত আড়াইটার দিকে মাওয়া নৌ-পুলিশের আইসি জেএম সিরাজুল কবিরের নেতৃত্বে একটি দল শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান হতে এ রেণু জব্দ করে।

মাওয়া নৌ পুলিশের আইসি জেএম সিরাজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় খুলনামুখী একটি পিকআপভ্যান হতে ৬৬ ড্রাম গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। এ সকল রেণুর মূল্য আনুমানিক ৫ কোটি টাকা।

তিনি আরও জানান, অবৈধ রেণু পরিবহনের দায়ে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। গলদা চিংড়ির রেণু আহরণ অবৈধ হলেও এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী এ সকল রেণু চট্টগ্রামের সাগর ও নদী হতে আহরণ করে খুলনার ঘের মালিকদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে। জব্দকৃত এ রেণুগুলো মৎস্য বিভাগের উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। আটকদের মোবাইল কোর্টে বিচারের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এএম

গলদা চিংড়ি রেণু জব্দ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর